Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাব্বির ধারাবাহীক পারফরম্যান্সের পুরস্কার জিম্বাবুয়ে সিরিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১০:৩০ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি। 

ঘরোয়া লিগ ও বাংলাদেশ ‘এ’ দলের সফরে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে রাব্বির ডাক পাওয়া। গত ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার। প্রাইম দোলেশ্বরের হয়ে ৪৭.২০ গড়ে করেছিলেন ৭০৮ রান। সেই পারফরম্যান্স তাকে জায়গা করে দেয় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলে। একটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৬৩ বলে ৫৯ রান।

ছিলেন আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ ‘এ’ দলেও। সেই সফরে সুযোগ মিলেছে আরেকটু বেশি, পারফরম্যান্সও আরেকটু উজ্জ্বল। তিনটি ম্যাচে ব্যাটিং করে দুটিতে করেছেন ৪১ বলে ৫৩ ও ৬৩ বলে ৭৪। বাঁহাতি স্পিনে উইকেটও মিলেছে টুকটাক।

সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার জাতীয় লিগের প্রথম রাউন্ডে বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে ১৯৫ রানের ইনিংস। যা তার জাতীয় দলে প্রবেশের পথ প্রশস্থ করে দেয়। 

অন্যদিকে গত জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। পরে ‘এ’ দল, হাই-পারফরম্যান্স দলের হয়ে দারুণ খেলে আবারও মূল দলে ফিরলেন।

বাংলাদেশ দল:

মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি।

Bootstrap Image Preview