Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুব অলিম্পিক হকির কোয়াটার ফাইনালে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১২:১৪ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১২:১৪ PM

bdmorning Image Preview


আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বৃহস্পতিবার রোমাঞ্চকর ম্যাচে কেনিয়াকে হারিয়ে যুব অলিম্পিক হকির কোয়াটার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচটিতে শুরুতে ২ গোলে পিছিয়ে পড়েও ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজরা।

ম্যাচের শুরুতে ৬ মিনিটের মধ্যেই ২-০ গোলের লিড পায় কেনিয়া। কিন্তু সপ্তম মিনিটে মোহাম্মদ মহসিন এবং অষ্টম মিনিটে সারওয়ার হোসেন গোল করলে স্বস্থি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। ২-২ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ১১ তম মিনিটে আবারও এগিয়ে যায় কেনিয়া। যদিও দুই মিনিট পরেই আবারও সমতায়ে ফেরে বাংলাদেশ। আর ১৮তম মিনিটে জয়সূচক গোলটি করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন দলের অধিনায়ক আরশাদ হোসেন।

‘বি’ গ্রুপে ৫ ম্যাচের দুটিতে জয় নিয়ে শেষ আটের টিকিট পেল বাংলাদেশ। এই গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করা অন্য চার দল- অস্ট্রেলিয়া, ভারত ও অস্ট্রিয়া।

Bootstrap Image Preview