চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক নিহত হয়েছেন। নিহত বিশ্বজিৎ ধর (২৮) দক্ষিণ কাট্টলীর বণিকপাড়ার মিলন ধরের ছেলে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাগরিকা গরুর বাজারসংলগ্ন শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বজিৎ প্র্রতিদিনের মত টিউশনি শেষে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো এই সময় দুর্বিত্তরা হঠাৎ তাকে এলোপাতাড়ি আঘাত করে এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।
এব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাতে আমরা ঘটনা স্থানে উপস্থিত হয়ে দেখি রক্তক্ষরণ অবস্থায় ঘটনাস্থলেই তার লাশ পড়ে আছে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে কেউ তাকে হত্যা করেছে। পুলিশ আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছে।