Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় একটি ঐতিহাসিক রায়: ভূমিমন্ত্রী

গোপাল অধিকারী , পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, দেশে আইনের শাসন শতভাগ বিদ্যমান। ১৪ বছর পরে হলেও বাংলাদেশের আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলার খুনিদের শাস্তি হয়েছে।

আজ শুক্রবার সকালে  ভূমিমন্ত্রী ঈশ্বরদী শের শাহ রোডের নিজ বাসায় গ্রেনেড হামলার রায় সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান আরো বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল মূলত বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চিরতরে সড়িয়ে দেওয়ার হীন চক্রান্ত ছিল ঐ হামলা। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা সেদিন রক্ষা পেয়েছিলেন। কিন্তু সেদিন ষড়যন্ত্রকারী ও হত্যাকারীরা গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল যার ক্ষত কোনো দিন মুছে যাবে না। বাঙালি জাতি ঘৃণা ভরে এ দিনটির কথা স্মরণে রাখবে।’

এ সময় গ্রেনেড হামলায় সকল নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এছাড়া সকলকে ঐক্যবদ্ধভাবে নৌাকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করারও আহ্বান জানান।

Bootstrap Image Preview