Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঠের মধ্যে ইংল্যান্ড ক্রিকেটারদের তুমুল মারামারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


ক্রিকেট মাঠে খেলোয়াড়দের মাঝে ঠুকি ঠাকি ঝগড়া লেগেই থাকে এটা নতুন কিছু নয়।মাঝে মধ্যে এই ঝামেলার জন্য আইসিসি বড় শাস্তিও দিয়ে থাকে।কিন্তু এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যায় ঘটল, তা যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে! মাঠের মাঝেই খেলা ফেলে মারামারি শুরু করে দিলেন ক্রিকেটাররা! লেগে গেল তুমুল লড়াই

ইংল্যান্ডের ঘরোয়া লিগে সেন্ট অ্যাসাফ ক্লাবের বিপক্ষে ম্যাচ ছিল নর্দপ ক্লাবের এই নর্দপ ক্লাবের বোলার জর্ডান ইভান্সই এই মারামারির নাটের গুরু কোনো একটা বিষয় নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান ম্যাথু রায়ানের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন তিনি সেই কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে এক পর্যায়ে রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়েন ক্রিকেটাররা অন্যরা তাদের আলাদা করার চেষ্টা করছিলেন

এই মারামারি করে ২০ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন নর্দপ ক্লাবের জর্ডান ইভান্স তার দলকেও ভুক্তভোগী হতে হয়েছে কাটা পড়েছে ১৫ পয়েন্ট তবে ২০১৯ সালের মৌসুমের শুরু থেকে এই শাস্তি কার্যকর হবে নর্দপ অধিনায়ক মার্ক পয়েন্টনকেও শাস্তির আওতায় আনা হয়েছে তাকে দেয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা

Bootstrap Image Preview