Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে চালকের গলা কেটে অটোরিক্সা ছিনতাই

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়গঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৩৪ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


নারায়গঞ্জের রূপগঞ্জে সাগর নাকে এক চালকের গলা কেটে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাইপাস সড়কের পাশে পূর্বাচল উপশহরের ৬ নং সেক্টরের মাঝিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান,  শুক্রবার দুপুরে দাউদপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে পূর্বাচল ৬ নং সেক্টরের মাঝিপাড়া এলাকার একটি কলাবাগানে যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সাগরকে গলা কেটে জবাই করা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তার অটোরিক্সাটি ছিনিয়ে নিতে বাঁধা দেওয়ায় হত্যাকারীরা তাকে খুন করে লাশ গুমের উদ্দেশে মাঝিপাড়া কলাবাগানে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। নিহত সাগর ভাড়া করা অটোরিকসা চালিয়ে বাক প্রতিবন্ধী পিতা ও ছোট ভাই শাকিব এর ভরন পোষন চালাতো বলে জানা গেছে।

নিহত সাগর কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা গ্রামের সাহিজউদ্দিনের ছেলে।

Bootstrap Image Preview