Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘স্পন্সর’ খুঁজে বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বাংলাদেশের কয়েক লাখ অবৈধ শ্রমিককে ‘স্পন্সর’ খুজে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

জানা যায়, গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা দেয়া হয়। এর ফলে অবৈধ অভিবাসীদের জন্য বৈধ হওয়ার সুযোগ থাকছে অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সরকার।

অভিবাসীদের দূতাবাসে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান বলেন, সাধারণ ক্ষমায় হাজার হাজার অবৈধ প্রবাসীরা বৈধ হবার সুযোগ সৃষ্টি হয়েছে। যেসব অবৈধ প্রবাসী বাংলাদেশিরা আমিরাতে রয়েছেন তাদের কোনো ধরনের ডকুমেন্টস বা কাগজপত্র না থাকলেও, তাদেরকে ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি বানানোর সুযোগ দেয়া হবে।

আরব আমিরাতে থাকা বাংলাদেশিরা জানান, এ সুযোগ কাজে লাগাতে পারলে আরও কিছু নতুন সুবিধা পাবে বাংলাদেশ।

অনেক প্রবাসী মনে করেন, ভবিষ্যতে ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা খোলা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।

আমিরাতের কর্মরত বিভিন্ন পেশার প্রবাসীরা ভিসা পরিবর্তনের এ ঘোষণার কথা শুনে অত্যন্ত আনন্দিত হন। এ ঘোষণায় সাধারণ প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা এটাকে অনেক বড় সাফল্য বলে মনে করেন ও এ ঘোষণাকে আমিরাত সরকারের ইতিবাচক ঘোষণা বলে অভিন্দন জানান।

উল্লেখ্য, সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহ শ্রমবাজার আমিরাতে বর্তমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি কর্মী আমিরাতে রয়েছেন। এর আগে ১৯৯৬, ২০০২, ২০০৭ এবং ২০১৩ সালে সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিলেও বৈধ হতে না পারার কারণে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বাধ্য হন প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসী।

Bootstrap Image Preview