Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তরখানে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১২:২২ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১২:২২ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরখানে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ আটজনের মধ্যে আজিজুর নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। আজিজুল (২৭) ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিলেন বলে ঢামেক সূত্র জানায়।

জানা গেছে, এ ঘটনায় একই পরিবারের ডাব্লুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আনজু (২৫) ৬ শতাংশ, আবদুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তারাও ঢামেকে চিকিৎসাধীন। আহতদের বাড়ি পাবনার চাটমোহর, ভাঙ্গুরা ও গোবিন্দপুর এলাকায়।

এর আগে ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।

শফিকুল ইসলাম বলেন, শনিবার ভোরে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে।

Bootstrap Image Preview