বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান বিপ্লব মৃত্যু বরণ করেছেন। গতকাল শুক্রবার (১২ অক্টোবর) রাত ১০.৩০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার স্ত্রী, ২ ছেলে, মাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে বান্দরবান বাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে হার্ট এর সমস্যায় ভুগছিলেন। গত ১ সেপ্টেম্বর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ডা. অসিত বরণ অধিকারীর তত্ত্বাবধানে বাইপাস হার্ট সার্জারি হয়। কয়েক দিন সুস্থ থাকার পর অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে তিনি গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় মৃত্যুবরণ করেন।
এদিকে মিজানুর রহমান বিপ্লব এর অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শোক প্রকাশ করেন। এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও শোক প্রকাশ করেন।