Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর ‘সমকামিতা’: বাধা দেওয়ায় স্বামীর মুখে এসিড নিক্ষেপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সমকামিতা অপরাধ নয় বলে কিছুদিন আগে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে দেশটির শ্যামপুরের উদ্ভবপুর গ্রামের আজিজুর রহমান অবশ্য স্ত্রীর ‘সমকামিতা’ কোনো দিনই মানতে পারেননি।

দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। এবার তাকে শায়েস্তা করতে ‘বান্ধবী’র সাহায্য নিয়ে আজিজুলকে অ্যাসিড মারার অভিযোগ উঠেছে তার স্ত্রী পিয়ারন বিবির বিরুদ্ধে। পুলিশের কাছে লিখিতভাবে এ ব্যাপারে অভিযোগ করেছেন আজিজুল।  

গত বৃহস্পতিবার রাতে শ্যামপুরের তেঁতুলবাড়িয়ার রাস্তায় আক্রান্ত অবস্থায় ৩৩ বছর বয়সী ওই যুবককে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়।

তার মুখের বেশ কিছ অংশ পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, পিয়ারন বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ‘বান্ধবী’, ঘটনায় মূল অভিযুক্ত সাবিনা খাতুন পলাতক। তার খোঁজ চলছে।

তিনি কোথা থেকে অ্যাসিড পেলেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার পিয়ারনকে উলুবেড়িয়া আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

সমকামিতার অভিযোগ মানেননি পিয়ারন। আদালতে যাওয়ার পথে তার দাবি, সমকামিতা নিয়ে আজিজুল আমার নামে মিথ্যা কথা বলছে। একই সঙ্গে তার পাল্টা অভিযোগ, আজিজুলের স্বভাব ভালো নয়। সে আমাকে মারধর করে। তাই রাগে চলে যেতাম। সে সাবিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সাবিনা রাজি না-হওয়ায় ও বিরক্ত করত। সেই রাগে সাবিনা অ্যাসিড ছুঁড়েছে।

Bootstrap Image Preview