Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৩ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে ইয়াবাসহ উজ্জল মিয়া (২৩) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগাউড়া বাজার থেকে তাকে আটক করা হয়। উজ্জ্বল খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা কামরুল মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, আটক উজ্জল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় উজ্জল মিয়া ইয়াবাসহ খাগাউড়া বাজারে অবস্থান করছিল।

খবর পেয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সন্ধ্যা ৬টা ২০ মিনিটে খাগাউড়া বাজারে অভিযান চালিয়ে জাকির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক উজ্জলকে উদ্ধারকৃত ইয়াবাসহ বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

Bootstrap Image Preview