Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে রেকর্ড গড়ল চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০১:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চীনা পণ্যে ব্যাপকহারে শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের এই শুরু শুল্ক অস্ত্রের মুখেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে রেকর্ড গড়েছে চীন।

তবে চীনা পণ্যে শুল্কারোপের পর বাণিজ্যযুদ্ধে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই। ইতোমধ্যেই মার্কিন কর্মসংস্থান বাজার কমে গেছে। গত সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি উদ্বৃত্ত ৩৪.১ বিলিয়ন ডলার, যা নতুন রেকর্ড বলে শুক্রবার জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

বাড়তি শুল্কের পর গত মাসে চীনের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় ১৪.৫ শতাংশ। তবে সামনের মাসগুলোতে এ অবস্থার আরও অবনতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চীনা পণ্যে সয়লাব হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার। চাকরি হারাচ্ছেন মার্কিন শ্রমিকরা। দেখা দিচ্ছে বাণিজ্য ঘাটতি। এসব অজুহাতেই চীনের বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে এ বছর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এভাবে কয়েক দফায় শুল্কারোপ করেন। পাল্টা শুল্কারোপ করায় মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য ঠিকই বাধার সম্মুখিন হয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়েছে।

Bootstrap Image Preview