Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাড়ির ছাদে গাঁজা চাষ করত মুজিবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:২৬ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যশোরের বেনাপোল সীমান্তে একটি বাড়ির ছাদ থেকে ৬টি বড় গাঁজা গাছ উদ্ধার করেছে র‍্যাব।একইসঙ্গে গাঁজা চাষে জড়িত থাকার অভিযোগ বাড়ির মালিক মুজিবর রহমান বিশ্বাসকে (৪০) আটক করা হয়।

শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে গাঁজা চাষের সন্ধান পেয়ে গাছগুলো উদ্ধার করা হয়। 

যশোর র‌্যাব ৬-এর কোম্পানি কমান্ডার এএসপি মো. সুরোত আলম জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল থানার পুটখালী গ্রামের মুজিবর রহমান তার বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছে।

এমন খবরে র‌্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে গাঁজা গাছ জব্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।

মুজিবরের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান সুরোত আলী।

Bootstrap Image Preview