Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধন

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় ইউপিপি উজীবিত প্রকল্পের আওতায় ঠেঙ্গামার মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বাস্তবায়নে এ কিশোর কিশোরী ক্লাবের উদ্বোধন করা হয়। 

উক্ত ক্লাবের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঠেঙ্গামার মহিলা সবুজ সংঘের যুগ্ম পরিচালক ও প্রকল্প সমন্বয়কারি কামরুজ্জামান, পৌর কাউন্সিলর ফরিদ উদ্দিন, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, ফজলুল হক সোনা, টিএমএসএসের ধুনট শাখার প্রোগ্রাম কর্মকর্তা (সোস্যাল) মোর্শেদা হক মুকুট মনি, সাদিয়া আকতার, ইমরান হোসেন ও টেকনিশিয়ান কর্মকর্তা রাহাদ বাশার প্রমুখ। 

এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানেুষের কিশোর কিশোরী ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।  


 

Bootstrap Image Preview