Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে সৈয়দ আমীর আলীর ম্যুরাল উন্মোচন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৭:৪০ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৭:৪০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৈয়দ আমীর আলীর ম্যুরাল উন্মোচন করা হয়েছে। হল প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলামের সৌজন্যে ম্যুরালটির তৈরি করেন, যৌথভাবে শিল্পী সোহান, মোশফিক ও বুলবুল।

আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের প্রধান ফটকের সামনে ম্যুরালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

এ সময় উপাচার্য বলেন, সৈয়দ আমীর আলী প্রাচ্যের মুসলিমদের ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন। ইংরেজ শাসনামলে উপমহাদেশের হিন্দুরা ইংরেজি শিক্ষা সম্পর্কে অবগত ছিলো, তারা বুঝতে পেরেছিলেন ইংরেজ শাসনামলে উন্নতি করতে হলে কিংবা সরকারি অফিস আদালতে চাকরি পেতে হলে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু মুসলিম সম্প্রদায় ধর্মীয় গোঁড়ামীর কারণে এ সম্পর্কে ততোটা অবগত ছিলেন না। সে সময় সৈয়দ আমীর আলী পিছিয়ে পড়া মুসলিমদের ইংরেজি শিক্ষা দেয়ার জন্য প্রচেষ্টা চালান।

তিনি আরও বলেন, মহান ব্যক্তিদের অবদান জীবনের উন্নয়নের জন্য অনুসরণীয়। আজ এ হলটিতে (সৈয়দ আমীর আলী হল) একজন মহান ব্যক্তির ম্যুরাল উন্মোচন করা হলো। আমি মনে করি, ম্যুরালটি দেখে হলের শিক্ষার্থীদের আমীর আলী সম্পর্কে এবং তার মহত্ব সম্পর্ক জানার আগ্রহ তৈরি হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়া, ছাত্রউপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, পরিবহন দফতর প্রশাসক অধ্যাপক এফএম আলী হায়দার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।

 

Bootstrap Image Preview