Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭০০ অফিসার নিয়োগ দিবে পূবালী ব্যাংক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১০:০১ AM

bdmorning Image Preview


পূবালী ব্যাংকে ৭০০ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২০০ প্রবেশনারি জুনিয়র অফিসার এবং ৫০০ ট্রেইনি অ্যাসিসট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়োগ দেয়া হবে।

বেতন

প্রবেশনারি জুনিয়র অফিসার প্রথম এক বছর ২৫ হাজার টাকা বেতন পাবেন এবং ট্রেইনি অ্যাসিসট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) ২০ হাজার টাকা পাবেন।  এক বছর পর প্রচলিত স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন তারা।

আবেদনকারীর যোগ্যতা

প্রবেশনারি জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/ডিগ্রি লাগবে, তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে স্নাতক সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।

বয়স

দুটি পদের জন্যই ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। তবে পূবালী ব্যাংকের কর্মজীবীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে

দুটি পোস্টের জন্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা।

Bootstrap Image Preview