Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:৩৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় 'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' এই স্লোগানকে সামনে রেখে বসুরহাট একাডেমীতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন, বসুরহাট একাডেমীর প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম ফয়সাল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় সাধারণ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম তাওফিক, নিরাপদ সড়ক চাই কোম্পানীগঞ্জ শাখার যুগ্ন আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল, সদস্য সাংবাদিক নাছির উদ্দিন, সদস্য আমির হোসেন, ইমাম হোসেন, আবদুল মোতালেব দিদার প্রমুখ।

এ দিকে প্রশিক্ষক ইঞ্জিনিয়ার গোলাম তাওফিক শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে ঘণ্টাব্যাপী সড়ক নিরাপত্তা বিষয়ের উপর দিক নির্দেশনাস্বরুপ ট্রাফিক সিগন্যাল, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার, গাড়িতে যাতায়াত, রাস্তা পারাপার, ফুটফাট দিয়ে চলাচলসহ সড়কে গাড়ি চালক পথচারী যেন নিয়ম মেনে চলা, মোটরসাইকেল আরোহী যেন হেলমেট ব্যবহার করে সে বিষয়ে জানান দেন। শেষে নিরাপদ সড়ক চাই থিম গানটি দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Bootstrap Image Preview