Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুচিদের মাঝে এনএফএস’র বস্ত্র বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৫০ PM

bdmorning Image Preview


 

রাজধানীতে মুচিদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) নামে একটি সামাজিক সংগঠন।

 

 

সোমবার(১৫ অক্টোবর) বিকালে রাজধানীর সেগুনবাগিচা, পল্টন ও তোপখানা রোডের বিভিন্ন এলাকা ঘুরে সংগঠনের সদস্যরা মুচিদের মাঝে লুঙ্গি ও সেন্টু গেঞ্জি বিতরণ করেন।

 

এ সময় ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইন বলেন, মুচি সম্প্রদায় রোদ-বৃষ্টি ধুলাবালির মধ্যে বসেই আমাদের সেবা দিয়ে থাকেন। তারাও মানুষ, আমরাও মানুষ৷ আমাদের জুতাগুলো পরিপাটি হয় তাদের হাতেই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও তারা অবহেলিত। ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা ছোট পরিসরে হলেও তাদের পাশে এসে দাড়াতে চেষ্টা করেছে।

 

 

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান, নাজমুল করিম মজুরদার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আহসান হাবিব সবুজ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সালেকুজ্জামান রাজীব, সদস্য মাহবুব আলম, এলিজা রহমান প্রমুখ।

Bootstrap Image Preview