বান্দরবান প্রতিনিধিঃ
'স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকালে বান্দরবানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একজন অন্ধকে স্বনির্ভর হতে, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক। সাদাছড়ি ব্যবহারে অনেক দুর্ঘটনা থেকে মুক্ত থাকা যায় এবং এই সাদাছড়ি একজন অন্ধ ব্যক্তিকে অনেক নিরাপত্তা প্রদান করে।
এ সময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক বিশ্বজিত চাকমা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার রাসেল আহমেদ প্রমুখ ছিলেন।