Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী নিহত

শহিদুল ইসলাম, বনাপোল প্রতিনিধি  
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে সাদিপুর গ্রামে সন্ত্রাসী হামলায় আহসান (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার (১৫অক্টোবর) রাত ১১ টায় আহসান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালায়।
নিহত আহসান বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মৃত সামসুর হাজীর ছেলে।

নিহতের বড় ভাই ইসমাইল খান জানান, তার ছোট ভাই বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। সে সময় সাদিপুর রাস্তার মোড়ে এক দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আকতার ও তার বন্ধুরা। এ নিয়ে দোকানীর সাথে তাদের তর্ক শুরু হয়। ঐ সময়ই  আহসান  ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার পর মিমাংসা করতে চাইলে বুনো আক্তার ও তার দলবল আহসানের উপর ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে। এতে সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, বুনো আক্তার ও তার সহযোগীরা সন্ত্রাসী প্রকৃতির। তাদের নামে এলাকায় নারী, শিশু পাচার, মাদক, ছিনতাইসহ একাধিক  মামলা রয়েছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট।  প্রভাবশালীদের সাথে সক্ষ্যতা থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তাদের  গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Bootstrap Image Preview