Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১১ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে বশির আহমেদ বিপ্লব (২৭) নামে এক হোমিও প্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির আহমেদ বিপ্লব ওই গ্রামের রওশন মাষ্টারের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই ধান ক্ষেতে পানি দেয়ার জন্য নিজের সেচ পাম্প চালু করতে যায়। কিন্তু সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার পরও পাম্পে পানি বের না হওয়ায় পাম্পের সাথে থাকা কল চাপতে যায় সে। ইতিমধ্যে সেচ পাম্পের কল শর্ট সার্কিট হওয়ার কারণে কল ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাবাসী পাম্পের পাশে বিপ্লবকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করলেও ততক্ষনে তার মৃত্যু হয়।

মহেন্দ্র নগর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান স্বপন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

Bootstrap Image Preview