Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যাংক ম্যানেজারের অনৈতিক প্রস্তাব জুতাপেটা করল নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ AM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


ভারতের ব্যাঙ্গালুরু থেকে ২৬০ কিলোমিটার দূরে দক্ষিণ কর্ণাটকের দেওয়ানগর শহরের একটি ব্যাংকের স্থানীয় ম্যানেজার ঋণ দেয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইলে তাকে ঋণে নিতে আসা নারী রাস্তায় জনসম্মুখে জুতাপেটা করেছে। 

এই ঘটনার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, যে নারী ঋণ নিতে চেয়েছিলেন তিনি ওই ব্যাংক ম্যানেজারকে রাস্তায় মোটা কাঠের একটি লাঠি দিয়ে পিটাচ্ছেন। আর ব্যাংক ম্যানেজারের কলার চেপে তাকে থাপ্পড়াচ্ছেন। এসময় ওই বিক্ষুব্ধ নারী ব্যাংক ম্যানেজারকে কলার টেনে মারতে মারতে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে চাচ্ছিলেন। আর ব্যাংক ম্যানেজার উল্টো দিকে যেতে চাচ্ছিল। এসময় নারীটি তার পায়ের জুতা খুলে ওই ব্যাংক ম্যানেজারের গালে মারতে দেখা যায়।   
 
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভারতে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল এমন সময় এই ঘটনা ঘটল।

Bootstrap Image Preview