Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


কঙ্গোতে গত এক সপ্তাহে কঙ্গোতে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৩৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জন মারাও গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, গত জুলাই থেকে কঙ্গোতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত ২১১ জন ইবোলায় আক্রান্ত হয়। এর মধ্যে মারা গেছে ১৩৮ জন।

ডব্লিউএইচও জানায়, কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আরও তিন মাস এমন অবস্থা চলতে পারে। গত কয়েক সপ্তাহে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

ইবোলা ভাইরাস  ইবোলা ভাইরাস ঘটিত মনুষ্য রোগ। এই ভাইরাসের লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর, যেগুলি হল জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা, এবং মাথা ধরা।

এই ভাইরাসের সংক্রমণ হতে পারে কোন সংক্রামিত পশুর (সাধারণতঃ বানর অথবা ফলাহারী বাদুড় এর রক্ত বা শরীর রস এর সংস্পর্শ থেকে। প্রাকৃতিক পরিবেশে হাওয়ার মাধ্যমে সংক্রমণের কোন খবর পাওয়া যায়নি । বিশ্বাস করা হয় যে বাদুড় নিজে আক্রান্ত না হয়ে এই রোগ বহন করে ও ছড়ায়।

মানব শরীরে একবার সংক্রমণ ঘটলে মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। জীবিত পুরুষের বীর্য এর মাধ্যমে এই রোগ প্রায় দুই মাস পর্যন্ত পরিবাহিত হতে সক্ষম। 

Bootstrap Image Preview