Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কল্যাণপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:০১ PM

bdmorning Image Preview


রাজধানীর কল্যাণপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ঢাউসিক)। গতকাল  মঙ্গলবার বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয়ে উচ্ছেদ অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে স্থাপিত ৩০০টি অস্থায়ী দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। এ অভিযানের ফলে এই এলাকায় সড়ক প্রশস্তকরণ কাজ বেগবান হবে বলে জানায় ঢাউসিক।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে ঢাউসিকের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ঢাউসিক।

Bootstrap Image Preview