Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ৬টি চোরাই গরু উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:২৯ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৪:২৯ PM

bdmorning Image Preview


নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা থেকে ৬টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) সকালের দিকে উদ্ধার করে গরুগুলো নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমারের নির্দেশনায় এসআই এএসএম কিবরিয়া সরোয়ার্দির নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার শাল্টিমুরাদপুর থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

এ সময় মো. শাহিনুর আলমের আম বাগান থেকে ৩টি ও পাদুমহার গ্রামের গ্রাম পুলিশ আশরাফুল ইসলাম বাড়ির খোঁড়ার থেকে ৩টি গরু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ৩টি গরুর মালিকের বাড়ি পাশের রংপুর জেলার মিঠাপুকুর থানার বলে জানা যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Bootstrap Image Preview