Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অষ্টমীর সাজ হওয়া উচিত একেবারে নিজস্ব ঢঙে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
মডেল: শাকিলা, ছবি: দীপন চন্দ্র


আজ মহা অষ্টমী। অন্য সব দিনের তুলনায় অষ্টমী পূজা খুব জাঁকজমকপূর্ণ হয়। অষ্টমীতে সন্ধি পূজা আবার কোথাও কোথাও কুমারী পূজা হয়। সন্ধিপূজার থালা সাজায় মেয়েরা। ফলমূল, নাড়ু, সন্দেশ, মিষ্টি, ফুল আলতা ও সিঁদুরের কৌটা দিয়ে সন্ধি পূজার থালা সাজানো হয়।

অষ্টমীর সাজ হওয়া উচিত একেবারে নিজস্ব ঢঙে। সকালের অঞ্জলিতে কিংবা সন্ধিপূজায় সাধারণত লাল শাড়ি মানানসই। আঁচলে বেশি কাজ আছে এমন লাল পাড়ের শাড়ি একপ্যাঁচ করেও পরতে পারেন। কপালে বড় লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক, চোখে কাজল ও হাতের পলায় নিজেকে সাজাতে পারেন। শাখা পরলে সাথে সোনার গয়নাও ভাল মানাবে। চুল সামনের দিকে সেট করে পেছনে কার্ল করে ছেড়ে রাখলে ভাল দেখাবে। কানের পেছনে গুঁজে দিতে পারেন বেলি ফুলের মালা কিংবা সাদা ও লাল জারবেরা। দেখে নিন পূজা উপলক্ষে বিডিমর্নিং এর বিশেষ কিছু আয়োজন-

Bootstrap Image Preview