Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবী দুর্গাকেও চেনেন না মোদি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে ভারতে প্রধানমন্ত্রিত্ব করছেন নরেন্দ্র মোদি। কিন্তু হিন্দু ধর্মের অন্যতম দেবী দুর্গা চিনতে ভুল করেছেন তিনি। ফলে সামাজিকমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বুধবার দেশবাসীকে দুর্গাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মা দুর্গা সবার ইচ্ছা পূরণ করবে এই কামনা করে তিনি লেখেন, এই আনন্দের আবহে যেন সমাজ থেকে সব রকমের অশুভ শক্তির বিনাস হোক।

কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়ে বড় ভুল করে বসেন তিনি। দুর্গা প্রতিমার বদলে ফেসবুকে মা কালীর ছবি ব্যবহার করেন।

এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ লেখেন, পরের বার যেন ঠিক ছবি ব্যবহার করা হয়। এটি দক্ষিণেশ্বরের কালীর ছবি।

Bootstrap Image Preview