Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ সদর উপজেলায় অজ্ঞাত (২২) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গন্ডবিলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানর এসআই ইউনুস আলী জানান, মহারাজপুরের খড়িখালী নিসৃংহপুর গ্রামের গন্ডবিল মাঠে সেচ ক্যানালের মধ্যে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। ক্যানালের মধ্যে চটের বস্তা পেড়ে হাত বাধা অবস্থায় লাশটি পড়ে ছিল। তবে এখন পর্যন্ত নারীর পরিচয় পাওয়া যায়নি। নারীর পড়নে বোরখা রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা। দুপুরে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুলে ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ময়ন্ততদন্তকারী কর্মকর্তা ডাঃ নাইাম বলেন, মেয়েটির বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

Bootstrap Image Preview