Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মা দূর্গাকে বিদায়

আল-কারিয়া,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview


প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে মা দুর্গাকে বিদায় জানানো হল।

গত সোমবার ষষ্ঠী পুজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। টানা পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ সমাপ্তি ঘটে আজ শুক্রবার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে। আর সেই সাথে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পুজা।

এ বছর পাঁচবিবির ৭০ মন্ডপে অনুষ্ঠিত হয়েছিল শারদীয় দুর্গাপূজা । প্রতিবারে মত এবারো এই উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোকে রং বেরংয়ে সাজানো হয়েছিল। সারা রাত ধরে চলেছে আলোক বাতির ঝিলিক। ঢাকের বাদ্য, কাঁসর আর ঘন্টা ধ্বনি ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গঁন ভরে উঠেছিল। সন্ধ্যায় চলে আরতি। পূজা, আরতি, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে সপ্তমী, অষ্টমী, নবমী দশমী পূজার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে। 

Bootstrap Image Preview