Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে দোকানে আগুন, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM

bdmorning Image Preview


সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে সদরে অবস্থিত জিরো পয়েন্টের সোনার বাংলা মার্কেটের মোবাইল সার্ভিসিং ও মোবাইলের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের একটি দোকানে আগুন লেগে কয়েক লক্ষাধীক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দোকানের মালিক ফারুক হোসেন কাজ শেষ করে বাসায় চলে গেলে রাতের বেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দোকানে থাকা মালামাল ও কয়েকটি কার্টুন ভর্তি মোবাইলের খুচরা ও পাইকারি মালামাল বিক্রয়ের জন্য ঘরে কোনে রাখা ছিল। সে সমস্থ মালামালের সবই পুড়ে যায়।

দোকান মালিক ওমর ফারুক জানান, আমার ঘরে থাকা মোইলের নতুন যন্ত্রাংশ ও সার্ভিসিং দেওয়া মোবাইলসহ দোকানে থাকা অন্যান্য মালামাল এবং নতুন যন্ত্রাংশ কেনার কিছু কাগজ পুড়ে গেছে। কত টাকার মালামাল পুড়ে গেছে তার সঠিক হিসেব বলতে পারছি না। তবে আনুমানিক মূল্য কয়েক লক্ষাধীক টাকা হবে।

Bootstrap Image Preview