Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ২৪ ঘন্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৫৫, মামলা ৩৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা। ২৪ ঘন্টার এ বিশেষ অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) থেকে আজ শুক্রবার (১৯ অক্টোবর) পর্যন্ত উক্ত অভিযানটি চালানো হয়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৫৪৩টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৩৫৩ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৯৫ গ্রাম গাঁজা ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলে জানান এডিসি ওবায়দুর।

Bootstrap Image Preview