Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাধবপুরে ট্রাকচাপায় কোম্পানী কর্মকর্তা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ-আরএফএল কর্মকর্তা শাকিল ইসলাম (৩৪) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার অলিপুরের অদূরে স্টার কোম্পানীর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল ইসলাম রংপুর জেলা সদরের দক্ষিণ কাটঠিকা এলাকার সামসুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল-এর কোয়ালিটি ইনচার্জ শাকিল ইসলাম বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বেরিয়ে অলিপুরের দিকে হেটে আসছিলেন। এ সময় ঢাকামুখি অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় স্থানী এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধাঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

তার পকেটে থেকে আইডি কার্ড পাওয়া পর পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ কোম্পানীতে যোগাযোগ করে। খবর পেয়ে কোম্পানীতে কর্মরত নিহত শাকিল ইসলামের এলাকার বাসিন্দা শাহিনুল ইসলাম হাইওয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। লাশ হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

Bootstrap Image Preview