Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বশুর বাড়িতে চা-শ্রমিকের রহস্যজনক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জে বাহুবল উপজেলায় শ্বশুর বাড়িতে চা-শ্রমিক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন। জামাই পরিবারের লোকজনের দাবি শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) উপজেলার রশিদপুর চা-বাগানে শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম লোদা সাওতাল (২৬)। তিনি বাহুবলের কামাইছড়া চা-বাগানের লাতু সাওতালের ছেলে।

জানা গেছে, প্রায় ৭ মাস আগে লোদা সাওতালের সাথে রশিদপুর চা-বাগানের পরেশ সাওতালের মেয়ে সম্বারী সাওতালের বিয়ে হয়। প্রায় ১৫ দিন আগে স্বামী লোদা সাওতাল ও স্ত্রী সম্বারী সাওতালের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সম্বারী সাওতাল রাগ করে তার পিতার বাড়ি চলে যায়।

গত বৃহস্পতিবার সকালে লোদা সাওতাল শ্বশুর বাড়ি যান। সন্ধ্যার দিকে সম্বারী সাওতালের ভাই কার্তিক সাওতাল ফোন করে লোদা সাওতালের বাড়িতে জানান যে, তিনি (লোদা সাওতাল) বিষপান করেছেন। খবর পেয়ে লোদা সাওতালের স্বজনরা সেখানে গিয়ে তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লোদা সাওতালের বাবা জানান, তার ছেলে হত্যা করা হয়েছে। তিনি মামলা করবেন বলে জানান।

অপরদিকে লোদা সাওতালের স্ত্রীর ভাই কার্তিক সাওতাল জানান, তিনি পূজায় ছিলেন। কি ঘটেছিল এ ব্যাপারে কিছু জানেন না।

Bootstrap Image Preview