Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পূজার দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে কনস্টেবল নিহত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview


মেহেরপুরে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনের পর বাড়ি ফেরার পথে সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মোঃ আসাদ রানা। নিহত পুলিশ কনস্টেবল আসাদ রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি মেহেরপুর কোর্টে কর্মরত ছিলেন।

এ বিষয়ে মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, নুরপুর এলাকায় দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দু'টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন আসাদ রানা। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আসাদ রানার অবস্থার অবনতি ঘটে।

পরে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পথে রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় তার মৃত্যু হয় বলে জানান কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, আনুষ্ঠানিকতা শেষে নিহতের গ্রামের বাড়িতে লাশ নেওয়া হয়েছে। 

 

Bootstrap Image Preview