Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ (রুপগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:২০ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:২০ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় পুলিশের সাথে গোলাগুলিতে আবুল নামে এক ডাকাত নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ১টি সুটার গান, ১টি ছেন ও ১রাইন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সোয়া ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল টেংরারটেক এলাকায়।

এবিষয়ে ইন্সেপেক্টর মোঃ রফিকুল হক জানান- সয়াবিন তেলের ট্রাক ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে আটকের পর মালামাল উদ্ধারে নামে পুলিশ। এশিয়ান হাইওয়ের গোলাকান্দাইল টেংরারটেক এলাকায় পৌঁছানো মাত্র ডাকাত দলের অন্য সদস্যরা তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় আব্দুল হোসেন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আবুল হোসেনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আবুলকে মৃত বলে ঘোষণা দেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আবুল হোসেনের বাড়ি সোনারগাও এলাকায় বলে জানা গেছে

Bootstrap Image Preview