Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০১:১২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০১:১২ PM

bdmorning Image Preview


রাজবাড়ীর জামালপুর রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। নিহতরা নসিমনের যাত্রী ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার জামালপুর রেলস্টেশনের কাছে সোনাপুর রেলক্রসিংয়ে হতাহতের এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার বাগুটিয়া গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২০), শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২) ও তুলসিবরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২২)।

বালিয়াকান্দি থানার ওসি আজমল হুদা জানান, তারা সবাই বালিয়াকান্দি উপটজেলার মধুখালির রাজ্জাক জুট মিলের শ্রমিক। তারা কারখানায় কাজ করে বালিয়াকান্দির বাড়ি ফিরছিলেন। নসিমনটি কমপক্ষে ১২ জন যাত্রী নিয়ে মধুখালি থেকে বালিয়াকান্দি যাচ্ছিল।

Bootstrap Image Preview