দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় এডিপি প্রকল্পের আওতায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার এই নবনির্মিত ভবন উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধন শেষে ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব, কাউন্সিলর মোতাহার আলী, আব্দুল মজিদ, গোলাফ্ফর হোসেন, সৈয়দ আবু ফরহাদ বাবু, আব্দুস জব্বার মাসুদ, হারান দত্ত, মোতালেব হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।