কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু সবাইকে কাদিয়ে চলে গেছে পরপারে। দেশবাসী ভাসছে শোকের মাতমে। ফেসবুক টুইটাসসহ সামাজীক যোগাযোগ মাধ্যমগুলোতেও শোকের বহিঃপ্রকাশ করছে ভক্তবৃন্দ।
তাকে স্মরণ করে ফেসবুকে দেখা যাচ্ছে নানা রকম ছবি ও স্ট্যাটাস। একইভাবে সামাজিক যোগাযেগের আরেক মাধ্যম টুইটারেও অসংখ্য পোস্ট দিচ্ছেন সাধারণ মানুষ। এগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আইয়ুব বাচ্চু হ্যাশট্যাগ।
আর এর ফলে টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে এখন আইয়ুব বাচ্চু। তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘অমতৃসার ট্রেন ট্র্যাজেডি’ হ্যাশট্যাগ।
টুইটারে বেশিরভাগ টুইট হয়েছে ‘রেস্ট ইন পিস (শান্তিতে থাকুন)’ হ্যাশট্যাগ দিয়ে। তারপরেই বেশিবার পোস্ট হয়েছে বাচ্চুর ‘এই রূপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে’ গানের লাইনটি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শোকবার্তায় বলা হয়েছে, ‘কিংবদন্তি বাংলাদেশি পপ শিল্পী আইয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন রক সংগীতশিল্পী ও বাংলাদেশের শীর্ষস্থানীয় গিটারিস্ট। রক ব্যান্ড এলআরবি তারই হাতে গড়া।’
এ দিকে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায় আইয়ুব বাচ্চুর লাশ। শেষবারের মতো নানা বাড়িতে আনা হয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর নিষ্প্রাণ দেহ।
শনিবার মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে মরদেহবাহী গাড়ি দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়।
এ দিকে সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র বাচ্চুর শেষ ঠিকানাও তৈরি করা হয়েছে। নগরের স্টেশন রোডের বাইশ মহল্লা চৈতন্য গলির কবরস্থানে মায়ের কবরের বাম পাশে বাচ্চুর জন্য খোঁড়া হয়েছে সাড়ে তিন হাত মাটির কবর।
আজ সকাল সাতটা থেকে কবর খোঁড়া শুরু করেন মো. জাফর (৬০), মো. সরওয়ার (৩০) ও ইমাম হোসেন (২০)। মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুর কবরটি তৈরি করা হয়েছে। বেলে মাটি হওয়ায় অত্যন্ত যত্নের সঙ্গে কবরটি খোঁড়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা লেগেছে কবরটি খুঁড়তে।
নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানান সিটি মেয়র।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নিজ বাসাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দেশ বরেণ্য এই সংগীত শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।