Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 নকল চাবি বানিয়ে সাড়ে তিন লাখ টাকার মালামাল চুরি 

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে হুবহু নকল চাবি বানিয়ে ঘরের তালা খুলে ৭ ভরি স্বর্নলংকার ও নগদ ৭০ হাজার টাকা সহ সাড়ে তিন লাখ  টাকার মালামাল চুরি সংঘটিত   হয়েছে। 

ঘটনাটি গতকাল শুক্রবার  গভীর রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ মির্জাপুর গ্রামের তাহমিদ জাহান সাদির বাড়িতে ঘটে।

জানা যায়, বাড়ির সব সদস্য  ডাক্তার দেখানোর জন্য সিলেট শহরে ছিলেন , এই সুযোগে চুরেরা গতকাল শুক্রবার আনুমানিক ২টার দিকে ঘরের চাবি  নকল বানিয়ে তালা খুলে   ঘরে প্রবেশ করে। পরে আলমারি সহ আসবাবপত্র তছনছ করে, আলমারির দরজা ভেঙে  ৭ ভরি স্বর্নালংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরেরা লুট করে পালিয়ে যায়।

বাড়ির মালিক তাহমিদ জাহান চৌধুরী সাদি জানান, বাড়িতে ছিলাম না। তাই  এই সুযোগে বাড়ি খালি পেয়ে  চুরির ঘটনা ঘটে। 

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

Bootstrap Image Preview