Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের অর্থনীতিতে কাতারকে বিনিয়োগের আহ্বান ইমরানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশের অর্থনীতির প্রতিটি সেক্টরে বিশেষ করে কৃষিখাত, প্রাণীসম্পদ ও শক্তির ক্ষেত্রে কাতারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি ১ লাখ পাকিস্তানি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কাতার। দেশটির এমন সিদ্ধান্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাক প্রধানমন্ত্রী।

 

নির্বাচনে কাতারি আমিরের জয়ের পর তাকে শুভেচ্ছা জানান ইমরান খান। কাতারের উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে পাকিস্তানে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন পাক প্রধানমন্ত্রী।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, পাকিস্তানের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী কাতারের আমির। দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ এবং আন্তরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় কাতার। অপরদিকে শেখ তামিমের নেতৃত্বে কাতারে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

Bootstrap Image Preview