Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ আন্দোলনে পুলিশের ধাওয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৭:৩৪ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৭:৩৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়েছে। এসময় একজনকে আটক করে পুলিশ।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে সমাবেশে পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা দৌড় দিয়ে জাতীয় গ্রন্থাগারের ভেতরে ঢুকে পড়েন।

আন্দোলনকারীরা জানান, বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের অবস্থানে বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গেলে সেখানেও বাধা দিয়েছে পুলিশ। পরে আবার মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে কিছু সময় অবস্থান নিয়ে বেলা দেড়টার দিকে আবারও জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। সেখানেও পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেছেন তারা। পরে বেলা আড়াইটার দিকে তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে তুলে দেয় পুলিশ।

সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস জানান, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ধাওয়া দিয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেছে।

Bootstrap Image Preview