Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বাসরুদ্ধকর চেলসি-ম্যানইউ ম্যাচ অমীমাংসিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১১:১১ AM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


স্ট্যামফোর্ড ব্রিজে শনিবারটা লেখা হয়ে থাকতে পারত মোরিনহোর ছেলেদের নামে। কিন্তু ৯৬ মিনিটে বার্কলের ভলিটাই বাধা হয়ে দাঁড়াল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর জয়ের মাঝখানে। ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজক চেলসি-ম্যান ইউ ম্যাচ শেষ হল ২-২ গোলে।

ঘরের মাঠে শনিবার প্রত্যাশামতই শুরু করে চেলসি। আক্রমণে লোক বাড়িয়ে শুরুতেই গোল তুলে নেওয়ার মরিয়া চেষ্টা দেখা যায় সারি’র ছেলেদের মধ্যে। ২১ মিনিটে ম্যাচে এগিয়েও যায় ব্লুজ’রা। ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের কর্নার থেকে ভেসে আসা বল দুরন্ত হেডারে জালে রাখেন রুডিগার। প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ম্যান ইউ’কে বোতলবন্দী করে রাখেন হ্যাজার্ড, উইলিয়ানরা। ইতিবাচক কোনও আক্রমণ তুলে এনে প্রথমার্ধে ডেডলক খুলতে ব্যর্থ হয় মোরিনহোর ছেলেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ চলে আসে চেলসির সামনে। বক্সের মধ্যে টার্নিংয়ে মোরাতা’র বাঁ পায়ের দুরন্ত শট এক্ষেত্রে দি গিয়ার দস্তানায় জমা পড়ে। এরপরই ম্যাচে ফেরৎ আসে ম্যান ইউ। ৫৫ মিনিটে তাদের একটি আক্রমণ বক্সের মধ্যে প্রতিহত হয়ে জমা পড়ে মার্শিয়ালের পায়ে। গোলমুখ থেকে ফিরে আসা বল গোলে ঠেলতে কোনও ভুল করেননি ফরাসি স্ট্রাইকার।

এরপর ঘরের মাঠে ফের এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসে চেলসির সামনে। কিন্তু দাভিদ লুইজের একটি হেডার লক্ষ্যভ্রষ্ট হয়, পাশাপাশি কান্তের একটি দুরন্ত শট প্রতিহত করেন ম্যান ইউ গোলরক্ষক গিয়া। চেলসির সুযোগ নষ্টের মাঝেই ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে যায় মোরিনহোর ছেলেরা। ৭৩ মিনিটে পনেরো গজ দূর থেকে দুরন্ত কার্লিং শটে দলকে এগিয়ে দেন সেই মার্শিয়াল। এরপর সবাই যখন ধরে নিয়েছে ম্যান ইউ’য়ের তিন পয়েন্ট পাওয়া শুধু সময়ের অপেক্ষা, তখনই নাটক।

উত্তেজক ম্যাচের ৯৬ মিনিটে গোল করে বিপক্ষের তিন পয়েন্টের পথে কাঁটা হয়ে দাঁড়ান বার্কলে। লুইজের হেড এক্ষেত্রে পোস্টে লেগে প্রতিহত হলে রুডিগারের ফিরতি শট দুরন্ত দক্ষতায় রুখে দেন দি গিয়া। কিন্তু শেষরক্ষা হয়নি। বল গিয়ার হাতে লেগে প্রতিহত হলে বার্কলের দুরন্ত ভলি খুঁজে নেয় গোলের ঠিকানা। ম্যান ইউ’ইয়ের তিন পয়েন্ট পাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় সেখানেই।

Bootstrap Image Preview