Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

সাজ্জাদুল আলম খান,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া এলাকার রিদিশা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ এ বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.আসমাউল হোসনা।

মিল সূত্রে জানা যায়, ঘটনার সময় প্যাকেজিং কোম্পানির কুরুগেশন মেশিনের শ্রমিক উপজেলার বিরুনীয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামে ছেলে বিল্লাল হোসেন (২২) কাজ শেষে বড় টেবিল ফ্যানের সামনে দাড়িয়ে ছিলেন।

এসময় অসাবধানতাবশত ফ্যানে হাত লেগে বিদ্যুৎষ্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

রিদিশা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর ম্যানেজার বিল্লাহ হোসেন বলেন, কাজ শেষে দাড়িয়ে গায়ে বাতাস লাগানোর সময় হঠাৎ করে পড়ে গিয়ে সে আহত হয়। দু'জন কর্মকর্তা দিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরী বিভাগের চিকিৎসক ডা.আসমাউল হোসনা জানান, হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।


 

Bootstrap Image Preview