Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গরু চুরির অভিযোগে ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গরু চুরির অভিযোগে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

আটকরা হলেন, কামারপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান (৪০) ও তারাগজ্ঞ উপজেলার ফাজিলপুর মৌলভীপাড়ার আবুল কাশেমের ছেলে জিয়ারুল হক (৩৫)।

পুলিশ জানায়, কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক গত ৮ আগস্ট তার গরু চুরি গেছে মর্মে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে থানা পুলিশ জিয়ারুলকে তার বাড়ি থেকে আটক করে। তার দেয়া তথ্যে গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে ওয়ার্ড সদস্য আতাউর রহমানকে তার বাড়ি থেকে আটক করে।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview