Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৮৮ হাজার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১০:১০ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ায় এখন পর্যন্ত রাশিয়ার বিমান হামলায় ৮৮ হাজার সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ২০ অক্টোবর, শনিবার সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে শোইগু এ তথ্য জানান।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, নিহতদের সবাই জঙ্গি। সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে আসছে রাশিয়া।

তিনি আরো বলেন,  এখন পর্যন্ত ৮৭ হাজার পাঁচশ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, এক হাজার চারশ ১১টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। মুক্ত করা হয়েছে সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড।

এর আগে, গত আগস্ট মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সিরিয়া অভিযানে এ পর্যন্ত রাশিয়ার ৬৩ হাজার ১২ জন সেনা অংশ নিয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৭৩৮ জন র্যাংকধারী অফিসার, ৪৩৪ জন জেনারেল এবং ৪,৩৪৯ জন আর্টিলারি ও রকেট বিশেষজ্ঞ ছিলেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সিরিয়া যুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে রাশিয়ার সেনারা যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। এ সময়ের মধ্যে রাশিয়া জঙ্গিবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ২৩১ ধরনের আধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা।

Bootstrap Image Preview