Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আদমজীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, গাড়িতে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১১:৪৩ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১১:৪৩ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের আদমজীতে বকেয়া বেতনের দাবিতে কা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

আজ সোমবার (২২ অক্টোবর) নারায়ণগেঞ্জর আদমজী ইপিজেড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, সকালে আদমজী ইপিজেডের গেট দিয়ে সোয়াদ গার্মেন্টের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিককে ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এতে বিপুলসংখ্যক শ্রমিক বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

তিনি আরো বলেন, বিপুলসংখ্যক শ্রমিক রাস্তায় নেমে এলে এক পর্যায়ে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। এতে রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় গাড়ি ভাঙচুর ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সোয়াদ গার্মেন্টের এক শ্রমিক জানান, তাদের এক মাসের বকেয়া বেতন আজকে দেওয়ার কথা ছিল। এছাড়া তাদের পাঁচটি দাবি মেনে নেওয়ার কথা ছিল মালিকপক্ষের। তবে তাদের সেই বেতন ও দাবি না মেনে ইপিজেডের গেটেই আটকে দেওয়া হয়।

Bootstrap Image Preview