Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণ থেকে বাঁচতে তিন তলা থেকে ঝাঁপ তরুণীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ধর্ষণ ও অত্যাচার থেকে রেহাই পেতে নগ্ন অবস্থায়ই এক তরুণী তিন তলার ছাদ থেকে ঝাঁপ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ওই তরুণী গুরুতর জখম হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরের মোহানা এলাকায়। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দাবি- গত শুক্রবার সন্ধ্যা বেলায় অ্যাপার্টমেন্টে দুই ব্যক্তির সঙ্গে ওই তরুণীকে দেখা যায়। এর পর রাতে মেয়েটির চিৎকারও শোনা যায়। পরদিন শনিবার সকালে স্থানীয়রা দেখেন, নগ্ন অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছে সে। 

এদিকে পুলিশের অনুমান, তিন তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে ২৩ বছর বয়সী ওই নেপালি তরুণী।

তরুণীর ভাষ্য অনুযায়ী, তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পাশাপাশি নির্মম ভাবে অত্যাচার চালায় অভিযুক্তরা। 

পুলিশ আরো জানিয়েছে, ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্ত লোকেশ সাইনি (১৯) এবং কমল সাইনি (২৪) কে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখে হচ্ছে।

Bootstrap Image Preview