Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ‘ব্যাকআপ’ হিসেবে দলে অন্তর্ভূক্ত হচ্ছেন সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষেে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। দুটি ম্যাচেই নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাই বাদ পড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে। তবে টেইলরদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০২ রানের ইনিংসের সুবাদে ফের জাতীয় দলের ডাক পেতে চলেছেন সৌম্য।

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা সবারই চোখে পড়েছে। বিশেষ করে সাকিবের অনুপস্থিতে দলে জায়গা পাওয়া ফজলে রাব্বির ব্যর্থতার তিন নম্বর পজিসন নিয়ে নতুন করে ভাবছে নির্বাচকরা। তবে এক ম্যাচ দেখে এখন রাব্বিকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বোর্ড। আপাতত ব্যাকআপ হিসেবে ইনফর্ম সৌম্য সরকারকে দলে অন্তর্ভূক্ত করে নেয়ার চিন্তা-ভাবনা করছে তারা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রাম যাওয়ার আগেই সৌম্য সরকারকে দলে ডেকে নেয়া হতে পারে। কেউ এ নিয়ে মুখ না খুললেও চাপা গুঞ্জন রয়েছে মিরপুরের ক্রিকেট পাড়ায়। টিমের ভেতর এ নিয়ে আলাপ চলছে।

তবে ১৫ সদস্যের দলের কাউকে বাদ দেয়া হবে না। সৌম্যকে অতিরিক্ত হিসেবে যোগ করে নেয়া হবে। তখন দল হবে ১৬ সদস্যের। স্বাগতিক দল হিসেবে এমন দু-একটি পরিবর্তনের এখতিয়ার রাখে বাংলাদেশ। ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধূরি স্টেডিয়ামে।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর আগে জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি ও রংপুরের বিপক্ষে দুই ইনিংসে (৭৬ + ৭১) রান করেন।

Bootstrap Image Preview