Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্ধ হচ্ছে সবরীমালা মন্দির, হামলার আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


পাঁচদিনের পূজা শেষে সোমবার রাত দশটার সময় বন্ধ করা হবে সবরীমালা মন্দির। নারীদের মন্দিরে প্রবেশের বিষয়ে শীর্ষ আদালত চলতি মাসের ১৮ তারিখে রায় দেয়। এরপরেই মন্দিরটি খুলে দেওয়া হয়। গত চারদিনে ১০ থেকে ৫০ বছর বয়সী মোট নয়জন নারী মন্দিরে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের বাধা দেয়।

রোববার ৪৭ বছর বয়সী এক নারীকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার পর হেনস্থা করা হলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই এলাকায় উপস্থিত সাংবাদিকদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তার ওপর আক্রমণ করা হতে পারে বলে পুলিশের কাছে তথ্য আছে বলে জানানো হয়েছে।

সরকারকে চিঠি লিখে মন্দির কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, মন্দিরের এতদিনের ঐতিহ্য বাধাপ্রাপ্ত হলে তারা মন্দিরে পূজা করা বন্ধ করে দেবে। এই মুহূর্তে মন্দির চত্বরজুড়ে কয়েক হাজার মানুষ ঘাঁটি মেরে আছে। তাদের পণ, কিছুতেই ঋতুবতী নারীদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।

বিজেপি তাদের দলীয় কর্মীদের এই বিক্ষোভে সক্রিয়ভাবে সামিল করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু দলের তরফ থেকে তা অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সংসদে বিশেষ অধিবেশনেরও দাবি তোলা হয়েছে। কেন্দ্রের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। এই ইস্যুতে তাদের পাশে রয়েছে কংগ্রেসও। দুই দলেরই দাবি সিপিএম শাসিত কেরালা সরকার মন্দিরের পবিত্রতা নষ্ট করছে।

সবরীমালা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেই কেরালার রাজ্য বিজেপি পুরো রাজ্যজুড়ে বিক্ষোভের সিদ্ধান্ত নেয়। এই বিষয়টি নিয়ে কেরালা বিজেপির সাধারণ সম্পাদক কে সুরেন্দ্রন বলেন, টানা একমাস ধরে সবরীমালা আয়াপ্পা সংরক্ষণ অভিযান চলবে। তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে মন্দিরের পবিত্রতা বজায় রাখার গুরুত্ব মানুষকে বোঝাবে দলীয় কর্মীরা।

Bootstrap Image Preview