Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আট বছর একসাথে থাকার পর ৩ সন্তানের বাবাকে হত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview
নিহত সিংহ


একই খাঁচায় একসাথে আট বছর ধরে সময় কাটিয়েছেন। বন্ধুত্ব ভালো না হলে তো এর সম্ভব নয় আট বছর একসাথে থাকা। কিন্তু এতদিনের সিংহ বন্ধুকে মেরে ফেলল সিংহী।

আজ সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের একটি চিড়িয়াখানায় ঘটনাটি ঘটে। ওই সিংহ তিন শাবকের বাবা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিয়াক ও জুরি আট বছর ধরে একই খাঁচায় ছিল। ২০১৫ সালে তাদের তিনটি শাবক সিংহ জন্মগ্রহণ করে।

ঘটনার দিন ওই খাঁচা থেকে অস্বাভাবিক গর্জন শুনতে পেয়ে গিয়ে দেখো যায়, নিয়াকের ঘাড় চেপে ধরে আছে জুরি। এমনভাবে চেপে ধরে রয়েছে যাতে তাদের আলাদা না করা যায়। এক পর্যায় সিংহটি দম বন্ধ হয়ে মারা যায়। তবে এর আগে কখনোই তাদের মধ্যে এমন কিছু ঘটেনি।

Bootstrap Image Preview